Wednesday, September 21, 2022

 2:16 AM      No comments

 


                                    এই সুন্দর ফুল সুন্দর ফল
                                            মিঠা নদীর পানি।

এটি একটি ইসলামিক গান। আর এই ইসলামিক গানের জনক বলা হয়  জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলাম ছিলো অসাধারন প্রতিবার অধিকারী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জম্ম হয় ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে । তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। যদিও তার জীবন ছিল নানা প্রতিকূলতায় ভড়া। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনাহীন।

তিনি সাহিত্যের নানা শাখায় বিচর করেছিলেন এবং কবি খাতি অর্জন করেন। স্কুলের শেষ  হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।

0 comments:

Post a Comment

Popular Post

Advertisment

Ads 468x60px

Featured Posts

Social Icons

Facebook